০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

মুন্সীগঞ্জে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতি

মুন্সীগঞ্জে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতি - সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে বাড়ৈখালীতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খান ও তার চাচাত ভাই রেজানুর খান রতনের বাড়িতে ডাকাতির খবর পাওয়া গেছে।

রোববার (৫ জানুয়ারি) ভোরে উপজেলা শিবরামপুরে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল দুই বাড়ি থেকে মোট ছয় লাখ ৯০ হাজার টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

জানা গেছ, সচিবের বাড়ি থেকে তিন লাখ ৯০ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালঙ্কারকার এবং তার ভাইয়ের বাড়ি থেকে তিন লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে ডাকাত দল।

সচিবের বড় বোন রওশন আরা জানান, বাড়ির দরজা ভেঙে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে ডাকাতরা। তাদের সাথে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ছিল।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের একাধিক টিম কাজ করছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।’


আরো সংবাদ



premium cement