০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

নগরকান্দায় নিখোঁজ যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নগরকান্দা থানা - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের পাঁচ দিন পর নিজ বাড়ির পাশে মাটিতে পুঁতে রাখা অবস্থায় মো: কামাল মৃধা (৪২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার রামনগর ইউনিয়নের ভোজেরডাঙ্গী গ্রামের একটি পেঁয়াজের জমিতে পুতে রাখা অবস্থায় তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

কামাল মৃধা ভোজেরডাঙ্গী গ্রামের মরহুম বিল্লাল মৃধার ছেলে। তিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক ছিলেন। গত ৩০ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ওই দিন (৩০ ডিসেম্বর) বিকেলে বাজারে চা খেতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন কামাল। এরপর আর কোনো খোঁজ মিলছিল না তার। এরমধ্যে শনিবার বিকেলে স্থানীয় কয়েকজন কৃষক ভোজেরডাঙ্গী মাঠে একটি গ্রামীণ মেঠোপথে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। ওই রক্তের দাগ ধরে পাশের একটি পেঁয়াজের জমিতে গিয়ে মাটি খোঁড়া দেখে তাদের সন্দেহ হয়। পরে ওই মাটি সরিয়ে মানুষের একটি হাত দেখেন তারা। এরপর খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো: আসাদুজ্জামান সাকিল রোববার (৫ জানুয়ারি) সকালে বলেন, ‘ফসলি জমির মাটিতে পোঁতা অবস্থায় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের গলা কাটা ছিল। ধারণা করা হচ্ছে গলাকেটে তাকে হত্যা করে মাটিতে পুঁতে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’


আরো সংবাদ



premium cement