০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ১৫ কারখানা ছুটি ঘোষণা

- ছবি - ইন্টারনেট

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গাজীপুরে একটি গার্মেন্টস কারখানায় বিক্ষোভ হয়েছে। এতে আশপাশের আরো কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

কারখানা শ্রমিক ও স্থানীয়রা জানায়, রোববার সকালে গাজীপুর মহানগরের জিরানী বাজার এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানা শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেন। পরে তারা চন্দ্রা-কালিয়াকৈর নবীনগর মহাসড়কে নেমে আসেন।

সরকার ঘোষিত নয় ভাগ বাৎসরিক বেতন বৃদ্ধির প্রস্তাবনায় রয়েছে, যাদের চাকরির মেয়াদ এক বছর পূর্ণ হয়নি, তাদের বেতন বাড়ানো হবে না। কিন্তু ওই কারখানার শ্রমিকেরা দাবি জানান, অন্যদের বেতন বাড়ানো হলে তাদেরও বাড়াতে হবে।

এমন দাবি তুলে তারা বিক্ষোভ শুরু করে। তাদের সাথে এক বছরের বেশি সময় ধরে চাকরি করে এমন শ্রমিকেরাও যোগ দেন। ‌তাদের এই দাবির পাশাপাশি অন্যান্য কারখানার সামনে গিয়ে সেসব কারখানার শ্রমিকদেরও একই দাবিতে নেমে আসার আহ্বান জানায়। ‌এমন পরিস্থিতিতে আশেপাশের কমপক্ষে ১৫টি কারখানা ছুটি ঘোষণা করা হয়।

গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার আবু তালেব জানান, ‘তাদের বিক্ষোভের কারণে কিছু সময় চন্দ্রা-নবীনগর মহাসড়কের যান চলাচল ব্যাহত হয়। আইরিশ ফ্যাশন কারখানার শ্রমিকদের আন্দোলনের জেরে আশপাশের বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়। কারখানা এলাকায় বিপুলসংখ্যক শিল্প-পুলিশ মোতায়ন রয়েছে।


আরো সংবাদ



premium cement