০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

শ্রীনগরে যুবকের লাশ উদ্ধার

শ্রীনগরে যুবকের লাশ উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এখনো তার নাম ও পরিচয় জানা যায়নি।

শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার দোগাছি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

দোগাছি মেডিক্যাল সার্ভিসেস কেয়ারটেকার রনি ফরাজী নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘উদ্ধার করা যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তাকে দু’দিন আগে এই এলাকায় দেখা যায়। তিনি দোগাছি এলাকায় বালুর মাঠে অবস্থান করছিল। এক লোক ঘাস কাটতে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখে স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা শনিবার বিকেলে পুলিশকে খবর দেয়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ূম উদ্দিন চৌধুরী জানান, ‘পুলিশ লাশ উদ্ধার করে পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তিনি ভবঘুরে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।’


আরো সংবাদ



premium cement