জামায়াত নেতা-কর্মীদের জড়িয়ে প্রকাশিত সংবাদের নিন্দা
- মোহাম্মদ ঝিলন, গাজীপুর
- ০৪ জানুয়ারি ২০২৫, ২০:১৩
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের জড়িয়ে ডেইলি স্টার, প্রথম আলো, মানবজমিনসহ বেশ কিছু জাতীয় ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যৌথ বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা আমীর ড. মো: জাহাঙ্গীর আলম ও জেলা সেক্রেটারি মো: সফিউদ্দিন।
শনিবার (৪ জানুয়ারি) গাজীপুর সদর উপজেলা ‘আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে মিছিল নিয়ে থানায় জামায়াতের নেতাকর্মীরা’ শিরোনামে প্রকাশিত সংবাদের জন্য এ প্রতিবাদ জানানো হয়।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি স্বাক্ষরিত বিবৃতিতে তারা বলেন, ‘মো: সফিকুল সিকদার (৩৮) বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজনকর্মী। সফিকুল ইসলাম বিগত ২০১৮ সাল থেকে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। পরে বিগত ২০২৩ সালের ডিসেম্বর মাস থেকে নিয়মিত জামায়াতেরকর্মী হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে। তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের গণআন্দোলনেও বলিষ্ট ভূমিকা রেখেছিলেন। কতিপয় কু-চক্রী মহল তাদের দলে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর তাকে হয়রানী করার জন্য গ্রেফতার করে। জামায়াতের একজনকর্মী হিসেবে কোনো মামলা ছাড়া তাকে গ্রেফতারের খবরে আমরা গাজীপুর জেলা জামায়াতের পক্ষ থেকে তার বিষয়টি খোঁজখবর নিতে জয়দেবপুর থানায় যোগাযোগ করি।’
এছাড়া নেতারা অবিলম্বে সফিকুল সিকদারের মুক্তির দাবি করেন। একইসাথে উদ্দেশ্য প্রণোদিতভাবে জামায়াতে ইসলামের সুনাম ক্ষুণ্ন করার জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমে মুখরোচক সংবাদ প্রকাশের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।