টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ জানুয়ারি ২০২৫, ১৬:৪৫
টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছে।
শনিবার উপজেলার ধলাটেঙ্গর ৫ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার নিলু মন্ডল (৬০) ও তার স্ত্রী কল্পনা রানী মন্ডল (৫০)
নিহতের স্বজনরা জানান, সকালে উপজেলার রৌহা গ্রামে স্বামী-স্ত্রী তাদের ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে আমরা দু’জনের লাশ বাড়িতে নিয়ে আসি।
দুপুরে তাদের দাহ সম্পন্ন করা হয় বলে স্বজনরা নিশ্চিত করেছেন।
যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ রেলস্টেশনের স্টেশন মাস্টার শাহীন মিয়া জানান, দুর্ঘটনার পরপরই লাশ দুটি পরিবারের লোকজন নিয়ে গেছে বলে তিনি জানতে পেরেছেন।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা