আদাবরে চুরি হওয়া ৩২ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেফতার ২
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ জানুয়ারি ২০২৫, ১৫:৪৮
রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে একটি বাসা থেকে ৪৫ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। এর মধ্যে ৩২ ভরি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে আদাবর ১৬ নম্বর রোডের একটি বাসার লকার ভেঙে ৪৫ ভরি স্বর্ণালঙ্কার চুরি করা হয়। এই ঘটনায় ওই ভুক্তভোগী পরিবার মামলা করেছে।
তিনি বলেন, মামলার পর পুলিশ তদন্ত শুরু করে। ওই ঘটনায় মাহিন ও রেহান নামের দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেয়া তথ্য মতে, ৩২ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরো ১৩ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি জানান, ঘটনার সময় পরিবারের সদস্যরা বাসায় ছিল না। বাইরে বেড়াতে গিয়েছিল। এ সুযোগে স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা