শিবচরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
- ০৪ জানুয়ারি ২০২৫, ১৫:৩৮
মাদারীপুরের শিবচরের পাঁচ্চরে ট্রেনে কাটা পড়ে নুরজাহান বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) সকালে পাঁচ্চর তেলের পাম্পসংলগ্ন মাদবরের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরজাহান দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা শিকদার কান্দি এলাকার ভুলু শিকদারের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৯টার দিকে পাঁচ্চর তেলের পাম্পসংলগ্ন রেললাইনের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ওই নারীর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তিনি রেললাইন পার হচ্ছিলেন বলে স্থানীয়রা ধারণা করছেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোকতার হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে রেলওয়ে পুলিশকে জানিয়েছি। রেলওয়ে পুলিশ ব্যবস্থা নিয়েছে।’