এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)
- ০৪ জানুয়ারি ২০২৫, ১২:৪২, আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫, ১২:৪৩
সাভারের আশুলিয়ায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।
শনিবার সকালে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও এইউবি পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচী।
জানা গেছে, কর্মসূচীর মধ্যে র্যালী, আলোচনা সভা, কেক কাটা ও বিতরণ, মধ্যাহৃ ভোজ ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।
এরপর সকাল পৌনে ১০টার সময় এইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক ও এইউবি ভিসি ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খানের নেতৃত্বে ডিন, সিন্ডিকেট সদস্য, ট্রাস্টি সদস্য, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বর্ণাঢ্য র্যালী শুরু হয়।
সকাল সাড়ে ১০টা থেকে কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে ক্যাম্পাসের বিশাল মাঠে আলোচনা সভা চলছে।
সভায় ভিসি ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে ছিলেন এইউবি বোর্ড অব ট্রাস্টিজ ড. মুহাম্মাদ জাফর সাদেক এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম।