স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা
- রাজবাড়ী প্রতিনিধি
- ০৪ জানুয়ারি ২০২৫, ০৯:৩১
রাজবাড়ীর গোয়ালন্দে স্ত্রীর সাথে অভিমান করে স্বামী সাগর শেখ (২৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
শুক্রবার উপজেলার উত্তর চরপাচুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এদিন রাতে তার লাশটি উদ্ধার করেছে পুলিশ।
সাগর শেখ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর চরপাচুরিয়া গ্রামের মজিবর শেখের ছেলে।
সূত্রে জানা যায়, দীর্ঘ দিন যাবৎ স্ত্রীর সাথে তার পারিবারিক নানান বিষয় নিয়ে কলহ চলছিল। শুক্রবার স্ত্রীর সাথে তার ঝগড়া হয়। পরে ওই দিন বিকেলে স্ত্রীর সাথে অভিমান করে নিজ বাড়ি থেকে বের হয় সাগর। একই গ্রামে তার চাচা ফজলে হকের সরকারি বরাদ্দকৃত পরিত্যক্ত পাকা টিনশেড ঘরের ভেতরে গিয়ে আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে তিনি ফাঁসিতে ঝুলেন। এদিকে এলাকার একদল শিশু ওই ঘরের বাইরে খোলা জায়গায় খেলাধুলা করছিল। তখন তারা ঘরের ভেতরে তাকে ঝুলে থাকতে দেখে চিৎকার করতে থাকে। সাথে সাথে সাগরের পরিবারসহ স্থানীয়রা এসে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে সাগরকে নিচে নামিয়ে দ্রুত তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ওই রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাগরের লাশটি উদ্ধার করে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে সাগর শেখ তার স্ত্রীর সাথে অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে কেউ এ বিষয়ে এখনো অভিযোগ দেয় নাই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা