৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
- গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
- ০৪ জানুয়ারি ২০২৫, ০৮:৫৭, আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫, ০৮:৫৭
ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের অন্যতম নৌ-রুট দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল শুরু হয়েছে।
শনিবার সকাল ৮টার দিকে কুয়াশা কেটে গেলে এই দু’টি নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
তবে এ সময়ে এ রুটে যানবাহন চলাচল কম থাকায় যাত্রীদের তেমন কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয় পারে বেশ কিছু ছোট বড় যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে থাকলেও তাতে যাত্রী সংখ্যা কম রয়েছে।
দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসির ম্যানেজান মো: সালাউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে রাত ১১টার পর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৮টার পর কুয়াশা কেটে গেলে ফেরি চালু করা হয়েছে। এ রুটে ১৫টি ছোট বড় ফেরি চলাচল করছে।