’হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা যেকোনো মূল্যে রক্ষা করতে হবে’
- দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
- ০৩ জানুয়ারি ২০২৫, ২২:৩০
হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা যেকোনো মূল্যে রক্ষা করব বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
শুক্রবার ঢাকার দোহারে নারিশা উচ্চ বিদ্যালয় মাঠে দোহার উপজেলা যুবদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় জনসম্পৃক্ততার লক্ষ্যে কর্মী সমাবেশ ও অসহায়দের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আশফাক বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক জিয়ার নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। এই দেশ একমাত্র তারেক জিয়ার হাতেই নিরাপদ।
আশফাক বলেন, নতুন বাংলাদেশ গড়তে খালেদা জিয়া ও তারেক রহমানের বিকল্প নেই। তাদের দূরদর্শী নেতৃত্বে বিএনপি রাষ্ট্রের বিনির্মাণে ক্ষমতায় এলে নতুন যুগে প্রবেশ করবে বাংলাদেশ। তারেক জিয়ার নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে। তাহলেই দেশের অবকাঠামোগত বিপ্লব ঘটবে এবং জনগণের জীবনযাত্রার মান সুরক্ষিত হবে। বেকারত্ব দূরীকরণে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। দেশের কৃষি, শিল্প, সেবাখাত দ্রুততার সাথে এগিয়ে যাবে। বাংলাদেশের অর্থনীতি আমূল পরিবর্তিত হবে বলেও বক্তব্যে তিনি উল্লেখ করেন।
এসময় নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে খন্দকার আবু আশফাক বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আমরা ভোট দিয়ে গণতান্ত্রিক সরকার দেখতে চাই। কালক্ষেপণ না করে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করুন। দেশের মানুষ ভোট দিতে মুখিয়ে আছে। ১৬ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ভোটের অধিকার কেঁড়ে নিয়েছিল। ভোট কেন্দ্রে গিয়ে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাদের ভোট দেয়ার সুযোগ করে দিন।
ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি হাসেম বেপারীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মোল্লা, দোহার উপজেলা বিএনপির সভাপতি এস এম নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম জীবন বেপারী, সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান খন্দকার মাসুদ, দোহার উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম আক্তার সম্পা, সাধারণ সম্পাদক মিনু আক্তার, যুগ্ম সম্পাদক রুবিনা রাজসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ অঙ্গসংগঠনের নেতারা।