কটিয়াদীতে হিন্দু সম্প্রদায়ের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ
- কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
- ০৩ জানুয়ারি ২০২৫, ১৯:৩১
কিশোরগঞ্জের কটিয়াদীতে হিন্দু সম্প্রদায়ের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়েতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখা।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে পৌর এলাকার পশ্চিমপাড়া মহল্লার শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে ওই মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা. প্রদীপ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়েত ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ছাইদুল হক বিএসসি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যসচিব ধ্রুব রঞ্জন দাস, পৌর জামায়াতে ইসলামীর আমির আনিসুজ্জামান রুবেল, কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিজয় সাহা, সাবেক সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক মধুসূদন সাহা প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা