০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

জাবির ২৪তম পাখি মেলায় দর্শনার্থীর ভিড়

- ছবি : নয়া দিগন্ত

সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে পাখি সংরক্ষণে গণ সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২৪তম পাখি মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান মেলার উদ্বোধন করেন।

ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন ‘মানুষের মনোরঞ্জন করতে গিয়ে সাজেকের মতো জায়গায় দৃশ্যমান অবকাঠামো তৈরি করা হয়েছে, এর মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ অন্যান্য বিভিন্ন প্রজাতিও বিতাড়িত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও দৃশ্যমান অবকাঠামো তৈরির মাধ্যমে পাখির আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি বলেন ‘মানুষের পাশাপাশি প্রাণীদেরও মূল্য আছে। আমাদের কর্তব্য থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে প্রাণীদের স্বার্থ অক্ষুণ্ন রাখতে হবে।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখির আবাসস্থল নিরাপদ রাখতে বিশ্ববিদ্যালয়ের সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০০১ সাল থেকে এ মেলা হয়ে আসছে। মাঝখানে করোনার কারণে একবার মেলা অনুষ্ঠিত হয়নি। শীতের সকালে অনেকে পরিবার পরিজন নিয়ে বেড়াতে এসে খুবই আনন্দ পান। যেখানে প্রকৃতি প্রেমীদের মিলন মেলায় পরিনত হয়।

মেলায় দেশীয় হাঁস-মুরগি বিভিন্ন প্রজাতির পাখি (প্রাণহীন) প্রদর্শন করা হয়। বর্তমান প্রজন্মের শিশুরা তা দেখে উৎসাহিত হন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাখি মেলার আহ্বায়ক অধ্যাপক ড. কামরুল হাসান। সমাপনী বক্তব্য প্রদান করেন প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মানছুরুল হক।

পাখি মেলায় বিগ বার্ড বাংলাদেশ, সায়েন্টিফিক পাবলিকেশন এ্যাওয়ার্ড, কনজারভেশন মিডিয়া এ্যাওয়ার্ড এবং স্পেশাল রিকগনিশন এ্যাওয়ার্ড ২০২৫-এর পুরস্কার প্রদান করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠিত পাখিমেলায় ছোটদের পাখিবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, বই-পোস্টার প্রদর্শনী, সংরক্ষিত বিভিন্ন প্রজাতির পাখি, পাখি দেখা, পাখি চেনার প্রতিযোগিতা, পাখিবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।

পাখি মেলার বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। এছাড়াও আইসিইউএন বাংলাদেশ, আরণ্যক ফাউন্ডেশন, বার্ড ক্লাবের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
আরো পাঁচ ব্যাংকের এমডিকে ছুটি মার্কিন সৈন্যদের বহিষ্কারের হুমকি হন্ডুরাসের চুয়াডাঙ্গায় সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস থামানোর দাবিতে ট্রেন থামিয়ে অবরোধ দাগনভূঞার বিশিষ্ট আলেম হাফেজ রুহুল আমিনের ইন্তেকাল জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে ৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ প্রার্থীর বিষয়ে পর্যালোচনা বৈঠক বৃহস্পতিবার নোয়াখালীতে ছাত্রলীগের হামলায় তিন সমন্বয়ক আহত, গ্রেফতার ২ ‘থ্রি-জিরো তত্ত্ব’ বাস্তবায়নে ভূমিকা রাখবে সমবায় অধিদফতর : আসিফ মাহমুদ সিংড়ায় সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা বিএনপির সাবেক সংসদ সদস্য এস এ খালেকের ইন্তেকাল পিএসএল প্লেয়ার্স ড্রাফটে ৮ বাংলাদেশী ক্রিকেটার

সকল