০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

আড়াইহাজারে এক রাতে ৪ বাড়িতে ডাকাতি ও ৫ দোকানে চুরি

চুরি হওয়া একটি দোকান - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রীর চার বাড়িতে ডাকাতি এবং ফতেহপুর ইউনিয়নের সাদারদিয়া এলাকায় পাঁচ দোকানে চুরি হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে চুরি ও ডাকাতির ঘটনাগুলো ঘটে।

জানা গেছে, রাত ২টার দিকে রামচন্দ্রীর প্রবাসী হোসেনের বাড়িতে ডাকাতদল অস্ত্রের ভয় দেখিয়ে নগদ পাঁচ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার লুটে নেয়। পরে তারা একই গ্রামের নছিমনচালক রহমানের ঘরে ঢুকে নগদ পাঁচ হাজার টাকা ও অন্যান্য মালামাল লুটে নেয়। একই ডাকাতদল ওই গ্রামের বাছেরের বাড়িতে হানা দিয়ে নগদ চার হাজার টাকাসহ অন্য মালামাল লুটে নেয়।

এর আগে ডাকাতদল রামচন্দ্রী পশ্চিমপাড়া গ্রামের হামিদের বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রী রহিমাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। তাদের চিৎকারে লোকজন এগিয়ে এলে তারা কিছু না নিয়েই পালিয়ে যায়।

এদিকে, রাতের কোনো এক সময় ঢাকা-আড়াইহাজার সড়কের সাদারদিয়া এলাকার পাঁচটি দোকানে চুরি হয়েছে। চোরের দল আ: আউয়াল, ফারুক, মোজাম্মেল, আলমাছ ও নুরুল আমিনের দোকানের শাটার ভেঙে প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে যায় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

চুরি-ডাকাতির এসব ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement