আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১
- আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ০৩ জানুয়ারি ২০২৫, ১১:৪১
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬২ বছর।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বরইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার সময় অজ্ঞাতনামা ওই ব্যক্তি রাস্তা পারাপারের সময় পিছন থেকে একটি বাস ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে পাঁচরুখী আব্দুল মালেক মর্ডান হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের পরবর্তী কার্যক্রমে আইনি ব্যবস্থা গ্রহণ করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, ‘নিহতের পরিচয় পাওয়া যায়নি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা