০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

ফরিদপুরে আলতু খাঁন জুট মিলে বয়লার বিস্ফোরণ, আহত ৩

ফরিদপুরে আলতু খাঁন জুট মিলে বয়লার বিস্ফোরণ - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরের মধুখালীর পরিক্ষীতপুর গ্রামের আলতু খান জুট মিলে শিষা কারখানার ব্রয়লার বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলার বনমালদিয়া গ্রামের শুকুর সরদারের ছেলে মো: সাহাবুদ্দিন সরদার (৩০), বোয়ালিয়া গ্রামের মরহুম রতন শেখের ছেলে মো: ফারুক শেখ (৩২), চাঁদপুর গ্রামের কামরুল শেখের ছেলে বিপ্লব (৪৫)।

আহতদের মধ্যে ফারুক শেখ ও বিপ্লবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আহত ফারুক শেখের বড় ভাই বাচ্চু শেখ জানান, ‘বিস্ফোরণে তিনজনই অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ফারুক ও বিপ্লবকে গুরুতর অবস্থায় অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

এদিকে এ ঘটনার পর ওই কারখানায় কর্মরতদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণের বিষয়ে কর্তৃপক্ষ সাংবাদিকদের সাথে কোনো কথা বলতে রাজি হয়নি। খবর পেয়ে ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের কারখানার ভেতরেও প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানায়, দুপুরে ওই শিষা কারখানা থেকে বিকট ধরনের আওয়াজ শুনতে পান তারা। একইসাথে ধোঁয়া বের হতে দেখেন। তবে ভেতরে প্রবেশ না করার কারণে কী ধরনের ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমারজেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারিকুল ইসলাম জানান, ‘মধুখালীতে একটি কারখানায় বিস্ফোরণের ঘটনায় আহত তিনজন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদেরকে সার্জারি বিভাগে পাঠানো হয়েছে। এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।’


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল