ভাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৩
- ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
- ০১ জানুয়ারি ২০২৫, ১৮:০৫
ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে ট্রাকচালক নুর আলম (২৬) ও কাদের মিয়া (২২) নামে দু’জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
বুধবার (১ জানুয়ারি) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক নুর আলম মাদারীপুরের শিবচর উপজেলার বাচামারা গ্রামের আইয়ুব আলী ছেলে ও কাদের মিয়া ঝিনাইদহ জেলার সদর তেতুলবাড়িয়া গ্রামের মো: মফিজুল মিয়া ছেলে ।
শিবচর হাইওয়ে থানার এস আই তমাল সরকার বলেন, ‘বুধবার ভোরে ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ের পুলিয়া নামক স্থানে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের সাথে ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকচালক নুর আলম ও কাদের মিয়া গুরুতর আহত হন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’ জনকে মৃত ঘোষণা করেন।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা