০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

‘শিক্ষকদের ভালো প্রশিক্ষণ দেয়া প্রয়োজন’

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সাবেক এমপি ডা. দেওয়ান মো: সালাউদ্দিন বাবু - ছবি : নয়া দিগন্ত

শিক্ষকদের ভালো প্রশিক্ষণ দেয়া প্রয়োজন মন্তব্য করে বিএনপির সহ-পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক এমপি ডা. দেওয়ান মো: সালাউদ্দিন বাবু বলেছেন, ‘শিক্ষার্থীদের শুধু বকা দিলে, মারধর করলেই ভাল শিক্ষার্থী হবে না। বিদেশে বিশেষ করে ইউরোপের দেশগুলোতে শিক্ষার্থীদের মারধর ও বকা দেয়া হয় না। এজন্য শিক্ষকদের এ সম্পর্কিত প্রশিক্ষণ দেয়া প্রয়োজন। এতে শিক্ষার্থীরা ভালো কিছু শিখতে পারবে।’

বুধবার (১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকার একটি স্কুলের নবীন বরণ, নতুন বই বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় সালাউদ্দিন বাবু বলেন, ‘শিক্ষকরা যদি বছরে দু’য়েকবার প্রশিক্ষণ নেয় তাহলে শিক্ষাব্যবস্থা আরো উন্নত হবে। ঢাকায় অনেক প্রতিষ্ঠান আছে যারা শিক্ষকদের প্রশিক্ষণ দেয়। মা-বাবার পরেই সন্তানদের মানুষ করার দায়িত্ব শিক্ষকদের। শিক্ষকদের যত্নেই সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মো: মঈনুদ্দিন বিপ্লবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। এ সময় অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।


আরো সংবাদ



premium cement