০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর আওয়ামী পন্থী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

- ছবি : নয়া দিগন্ত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর আওয়ামী পন্থী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

মঙ্গলবার রাত ৮টায় গোপালগঞ্জ জেলা প্রচার সম্পাদক ও কোটালীপাড়া থানার যুব মজলিসের যুবনেতা মাওলানা সাদ আহমেদের নেতৃত্বে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী শাসনতন্ত্র ও গণধিকার পরিষদের কেন্দ্রের উপস্থিতিতে বিশাল এক বিক্ষোভ মিছিল আয়োজন করে।

ঘাঘর বাজার হতে উপজেলা চত্বর পর্যন্ত গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের প্রচার সম্পাদক মাওলানা সাদ আহমেদ ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক নাহিদ হাসান ইসলামী শাসনতন্ত্রের নেতা রহমান বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কোটালীপাড়ার জিমাদার মাওলানা নুরুল ইসলাম ও গণধিকার পরিষদের নেতা বাইজিদ হাওলাদার বক্তব্য রাখেন।

উল্লেখ্য, সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লংমার্চের প্রোগ্রামে খুলনা থেকে ঢাকা যাওয়ার সময় মোল্লারহাট ফেরিঘাটে গাড়ি থেকে নামিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় শতাধিক ছাত্র-ছাত্রী আহত হয়ে হসপিটালের চিকিৎসাধীন আছে।

এ হামলার ঘটনায় বাংলাদেশ খেলাফতে মজলিস ও তার অঙ্গ সংগঠন ও গণধিকার পরিষদের নেতৃবৃন্দ এ সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আরো সংবাদ



premium cement