ফতুল্লায় থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি নিয়ে সংঘর্ষে যুবক নিহত
- নিজস্ব প্রতিবেদক ও নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ০১ জানুয়ারি ২০২৫, ১৪:০৬, আপডেট: ০১ জানুয়ারি ২০২৫, ১৫:১৮
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা বউ বাজার রেলস্টেশন এলাকায় থার্টি ফার্স্ট নাইটের কনসার্টকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে হৃদয় (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরো অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্র জানায়, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পাগলা বউবাজার রেল স্টেশন সংলগ্ন খেলার মাঠে দুই গ্রুপ পৃথক দু’টি ডিজে পার্টি ও কনসার্টের আয়োজন করে। দু’টি অনুষ্ঠানই পাশাপাশি হওয়ায় উভয় গ্রুপে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে বউবাজার মাঠা পট্টি এলাকার হাবিবুর রহমান হাওলাদারের ছেলে হৃদয় (২০) প্রতিপক্ষের ছুরির কোপে গুরুতর আহত হয়। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার মৃত্যু হয়।
নিহতের বন্ধু মোহাম্মদ সাব্বির জানান, ফতুল্লার পাগলা বউবাজার এলাকায় থার্টি ফার্স্ট নাইট অনুষ্ঠান চলাকালে সাত থেকে আটজনের একটি দল আমাদের ওপর অতর্কিত ধারালো অস্ত্র দিয়ে হামলা করে।
আহতদের মধ্যে রাহত নামে অপর এক যুবককে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই নারায়ণগঞ্জের র্যাব-১১ ও ফতুল্লা মডেল থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফতুলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমি এবং আমার সাথে ফোর্স গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনি। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা