০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

খালেদা জিয়া ও তারেক জিয়ার নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তুলব : খন্দকার আবু আশফাক

- ছবি : নয়া দিগন্ত

দেশনেত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক জিয়ার নেতৃত্বে নতুন বাংলাদেশ তুলব বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

সোমবার রাতে ঢাকার দোহারে দুবলী হাসির মোড় এলাকায় শাহ আনেছ পাগলার তৃতীয় ওরশ মোবারক ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আশফাক বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে খালেদা জিয়া ও তারেক রহমানের বিকল্প নেই। তাদের দুরদর্শী নেতৃত্বে বিএনপি রাষ্ট্রের বিনির্মাণে ক্ষমতায় এলে নতুন যুগে প্রবেশ করবে বাংলাদেশ। তারেক জিয়ার নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে। তাহলেই দেশের অবকাঠামোগত বিপ্লব ঘটবে, জনগণের জীবনযাত্রার মান সুরক্ষিত হবে। বেকারত্ব দূরীকরণে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। দেশের কৃষি, শিল্প, সেবাখাত দ্রুততার সহিত এগিয়ে যাবে। বাংলাদেশের অর্থনীতি আমূল পরিবর্তিত হবে।’

এ সময় নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে খন্দকার আবু আশফাক আরো বলেন, ‘আমরা গণতন্ত্র বিশ্বাসী। আমরা ভোট দিয়ে গণতান্ত্রিক সরকার দেখতে চাই। কালক্ষেপন না করে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করুন। দেশের মানুষ ভোট দিতে মুখিয়ে আছে। তারা বহু বছর ধরে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয় না। সংস্কারের নামে এমন কিছু করবেন না যেন হাসিনার মতো আপনাদেরও পালিয়ে যেতে না হয়।’

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অনেক নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। দলের ভাবমূর্তি উজ্জল করুন। সাংগঠনিক শৃঙ্খলা মেনে দলকে সংগঠিত করুন।’


আরো সংবাদ



premium cement