প্রশাসনের আশ্বাসে ফরিদপুরে বাস ধর্মঘট প্রত্যাহার
- ফরিদপুর প্রতিনিধি
- ৩১ ডিসেম্বর ২০২৪, ১০:২০
ফরিদপুরে জেলা বাস মালিক গ্রুপের সভাপতিকে হত্যাচেষ্টার সাথে জড়িত সন্ত্রাসী ও তাদের নির্দেশদাতাদের গ্রেফতারের দাবিতে ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার সকালে জড়িত সন্ত্রাসী ও তাদের নির্দেশদাতাদের গ্রেফতারে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা নেয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট আহ্বানের দু’ঘণ্টা পর তা প্রত্যাহার করে নেয়া হয়।
এর আগে, সোমবার সন্ধ্যায় জেলা মিনিবাস মালিক সমিতির কার্যালয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের এক সভায় আজ সকাল থেকে দূরপাল্লার ও লোকাল রুটের সকল বাস ধর্মঘটের এ সিদ্ধান্ত নেয়া হয়।
ফরিদপুর জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বজলুর রশীদ রাতে বাস ধর্মঘট প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ প্রশাসনে দেয়া আছে পরিপ্রেক্ষিতে জনদুর্ভোগের কথা বিবেচনা করে এ বাস ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে। আমরা অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় জেলার মডেল মসজিদ থেকে মাগরিব নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকী কামরুলের ওপরে সন্ত্রাসী হামলা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা