গজারিয়ায় গাড়িচাপায় নিহত ১
- মুন্সিগঞ্জ প্রতিনিধি
- ৩১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪
মুন্সীগঞ্জের গজারিয়ায় গাড়িচাপায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় মায়ামি ডিনার রেস্টুরেন্টের বিপরীত পাশে কুমিল্লামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিচয় জানা যায়নি, বয়স আনুমানিক ৪০ বছর।
স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। দীর্ঘ দিন ধরে ভবেরচর এলাকায় ঘোরাফেরা করছিলেন তিনি। এরমধ্যে সোমবার রাতে অজ্ঞাত গাড়িচাপায় গুরুতর আহত হয় সে। পরে ভবেরচর হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। তিনি স্থানীয় বাসিন্দা না হওয়ায় তার নাম পরিচয় জানা যায়নি।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, লাশ ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি হেফাজতে আছে। অজ্ঞাত গাড়ির আঘাতে গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত ওই ব্যক্তির পরিচয় কেউ জানলে পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন পুলিশের এই কর্মকর্তা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা