গাজীপুরে পিআইবির উদ্যোগে সাংবাদিকদের প্রশিক্ষণ
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ৩০ ডিসেম্বর ২০২৪, ১৮:৪০
গাজীপুরে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দক্ষতা, মান বৃদ্ধি ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে আগ্রহী করে তোলার লক্ষ্যে তিন দিনব্যাপী ‘সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে ও পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকতের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হেদায়েত উল্লা, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সহ-সভাপতি মো: রেজাউল বারী বাবুল, সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন ও সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘গত ১৬ বছরে ফ্যাসিবাদী কায়দায় মুক্ত সাংবাদিকতায় বাধাগ্রস্ত করা হয়েছে। ৫ আগস্টের পর সেই বাধা ও ভয় দূর হয়ে গেছে। এখন সাংবাদিকদের নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। অসুস্থ সাংবাদিকতা থেকে বের হতে হলে সুস্থ সাংবাদিকতায় বিশ্বাসী সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। সৎ ও ন্যায়নিষ্ঠ সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে সাংবাদিকদের হারানো সম্মান ফিরে আসবে।
তিন দিনব্যাপী প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৩৫জন সিনিয়র সাংবাদিক অংশ নেন।
প্রশিক্ষণে সমসাময়িক প্রেক্ষাপটে অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ সম্পর্কে অবহিতকরণ ও উপায় সম্পর্কে জানানো, অনুসন্ধানী প্রতিবেদন, ফ্যাক্ট চেক ও মোবাইল সাংবাদিকতার ধরণ, কৌশল এবং ধাপগুলো নিয়ে বিস্তারিত ধারণা দেয়া হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা