০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

দেশের মানুষ যৌক্তিক সময়ে নির্বাচন দেখতে চায় : শামা ওবায়েদ

- ছবি - নয়া দিগন্ত

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দেশের মানুষ একটি যৌক্তিক সময়ে নির্বাচন দেখতে চায়। যতক্ষণ পর্যন্ত জনগণের দ্বারা নির্বাচিত সরকার না আসবে, ততদিন দেশের সকল সমস্যার সমাধান করা সম্ভব না।

আজ সোমবার ফরিদপুরের নগরকান্দায় এম এন অ্যাকাডেমি মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশে যদি গণতন্ত্রের ধারা কায়েম করতে হয়, যদি নির্বাচনমুখী পরিবেশ তৈরি করতে হয়, তাহলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তো সমর্থন দিয়েছি। তবে জনগণের দ্বারা নির্বাচিত সরকার না এলে জনগণের সকল সমস্যার সমাধান হবে না। এ কারণে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দরকার।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার উল্লেখ করে বলেন, আগামীর বাংলাদেশ গড়তে যা যা করণীয় তার সবই ৩১ দফায় উল্লেখ রয়েছে। এখানে একটি রেইনবো নেশনের কথা বলা হয়েছে, যেখানে দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান তথা সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই বাংলাদেশী। আমরা সকলে বাংলাদেশী জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ হয়ে একই পতাকাতলে বসবাস করব। তাহলে অন্য কোনো দেশের ষড়যন্ত্রে শিকার বাংলাদেশ হবে না।

নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবু তালুকদারের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, শওকত আলী শরীফ প্রমুখ।

এসময় বিএনপি নেত্রী শামা ওবায়েদ নগরকান্দা উপজেলার প্রায় দুই হাজার এবং বিকেলে সালথা উপজেলায় আরো দুই হাজার অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গায় স্কুলের ডিজিটাল পর্দায় ভেসে উঠল উসকানিমূলক লেখা পেরেরার ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে শ্রীলঙ্কার সান্তনার জয় ভাঙ্গায় ভ্যানচালকের লাশ উদ্ধার বিসিবি সভাপতির সাথে ক্রীড়া উপদেষ্টার সচিবের দুর্ব্যবহার ভারতের ‘নেইবারহুড ফার্স্ট’ নীতি ২০২৪ সালে কতটা কার্যকরী ছিল ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চোর নিহত বিদ্যুৎ খাতের জন্য দেশ বিপদের মুখে পড়বে, আশঙ্কা বিএনপির মিরপুরে টিকিট কাউন্টারে অগ্নিসংযোগ : গেট ভেঙে স্টেডিয়ামে দর্শক ভ্যাটের হার বাড়ানোয় সাধারণ জনগণের অসুবিধা হবে না : অর্থ উপদেষ্টা বুলেটবিদ্ধ মিনহাজকে হাসপাতালে নেয়ার সাহস পায়নি কেউ ঈদগাঁওতে মাইক্রোবাসের চাপায় নিহত ১

সকল