ঘাটাইলে বন বিভাগের মুখোমুখি বিএনপি
- ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা
- ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৫
আটিয়া বন (সংরক্ষণ) অধ্যাদেশ, ১৯৮২ বাতিলের দাবি এবং বন বিভাগের বিরুদ্ধে বাড়িঘর উচ্ছেদের প্রতিবাদে টাঙ্গাইলের ঘাটাইলে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিএনপি।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার ধলাপাড়া রেঞ্জ অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে উপজেলা বিএনপির নেতারা এবং বিভিন্ন এলাকার প্রায় পাঁচ শতাধিক ভুক্তভোগী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এস এম ওবায়দুল হক নাসির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমার শাহিন উদ্দিন প্রমুখ।
বন বিভাগের ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা ওয়াদুদুর রহমান বলেন, টাঙ্গাইল বন সংরক্ষণ বিভাগের নির্দেশক্রমে আমরা উচ্ছেদ অভিযানের প্রচারণা করেছি। আমরা সরকারের কর্মচারী। সরকারের নির্দেশ পালন করাই আমাদের কাজ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা