০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

নাগরপুরে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌ-চাষিরা

- ছবি - নয়া দিগন্ত

টাঙ্গাইলের নাগরপুরে ফসলের মাঠ এখন সরিষা ফুলে হলুদ রঙে সেজেছে। সকালের সূর্যের কিরণ প্রতিফলিত হওয়ার সাথে সাথেই সরিষা ফুলের সমারোহে হেসে উঠে চারদিক। এ যেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি। চোখ মেললেই মন জুড়িয়ে যায়। পুরো মাঠ যেন ঢেকে আছে হলুদ গালিচায়। ফুলে মৌমাছি আর প্রজাপতির নাচনে গ্রামীণ জনপদ হয়ে উঠেছে আরো মনোমুগ্ধকর। পড়ন্ত বিকেলের মিষ্টি রোদে সরিষা ফুলগুলো বাতাসে দোল খেতে থাকে। প্রকৃতি যেমন অপরুপভাবে সেজেছে, ঠিক সেই সাথে মেতে উঠেছে পেশাদার মধু সংগ্রহে মৌয়ালরা।

সরিষা ফুলের মধু সংগ্রহে এসব জমির পাশে পোষা মৌমাছির শত শত বক্স নিয়ে হাজির হয়েছে এসব মৌয়াল। বক্স থেকে হাজার হাজার মৌমাছি বের হয়ে মধু সংগ্রহে ঘুরে বেড়াচ্ছে সরিষার ফুলে ফুলে। এই অপরূপ দৃশ্য যেকোনো প্রকৃতি প্রেমী মানুষকে আকৃষ্ট করবে। এই সরিষা থেকেই মিলছে খাঁটি তেল, গরুর স্বাস্থ্যকর খাবার, খৈল, জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে সরিষার গাছ। সরিষা চাষে খরচও কম। তাইতো কম খরচে বেশি লাভ হওয়ায় উপজেলা জুড়ে প্রতি বছরের ন্যায় এবার আরো ব্যাপকভাবে সরিষা চাষ হয়েছে।

একাধিক কৃষকের সাথে কথা বলে জানা যায়, একসময় উপজেলায় ব্যাপকভাবে সরিষার আবাদ হতো। সয়াবিন তেলের ওপর নির্ভরশীল হওয়ার কারণে বর্তমানে সরিষার আবাদ অনেকটা কমে গেছে।
মৌমাছি সরিষার ফুলে ফুলে উড়ে মধু সংগ্রহ করে। এতে সরিষা ফুলে সহজেই পরাগায়ন ঘটে। সরিষাক্ষেতের পাশে মৌ চাষের বক্স স্থাপন করলে, সরিষার ফলন অন্তত ২০ শতাংশ বাড়ে। এছাড়া মৌচাষিরা মধু আহরণ করেও লাভবান হচ্ছে। এসব মৌ চাষিরা বেশিরভাগ ক্ষেত্রেই সাতক্ষীরার হয়ে থাকে।

সরেজমিন দেখা গেছে, উপজেলার সব কয়টি ইউনিয়নের মধ্যে নাগরপুর সদর কাশাদহ, গয়হাটা, ধুবড়িয়া, ভাদ্রা, মোকনা, দপ্তিয়র, মামুদনগর, বেকড়াসহ বিভিন্ন এলাকায় মৌচাষীরা সরিষাক্ষেতের পাশে মৌ চাষ করছে। এসব জমিতে সরিষার ফুল ফুটেছে আরো সপ্তাহ দু-তিন আগেই। ফুলের মধু আহরণে নেমেছেন, পেশাদার মৌয়ালারা। তাদের বক্স থেকে দলে দলে উড়ে যাচ্ছে পোষা মৌমাছি, আর সংগ্রহ করছে মধু। মুখভর্তি মধু সংগ্রহ করে মৌমাছিরা ফিরছে বক্সে রাখা মৌচাকে। সেখানে সংগৃহীত মধু জমা করে আবার ফিরে যাচ্ছে সরিষা ক্ষেতে। এভাবে দিনব্যাপী মৌমাছিরা যেমন মধু সংগ্রহ করে। ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করতে গিয়ে পুরো জমির পরাগায়নেও সহায়তা করে। এ মৌসুমে মৌয়ালরা পোষা মৌমাছি দিয়ে প্রচুর মধু উৎপাদন করে যেমন লাভবান হচ্ছেন ঠিক তেমনি মৌমাছির ব্যাপক পরাগায়নে সরিষার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনায় চাষিরাও বাড়তি আয়ের আশা করছেন। কর্মসংস্থান হয়েছে অনেকের। মৌ চাষের কারণে একদিকে যেমন সরিষা উৎপাদন বাড়বে, অন্যদিকে অল্প খরচে মৌ চাষ দূর করতে পারে বেকারত্ব।

সাতক্ষীরা থেকে আসা মৌয়াল মো: আবদুল জলিল (৪৩) জানান, আমরা প্রতি বছর সরিষা ক্ষেত থেকে অনেক খাঁটি মধু সংগ্রহ করে থাকি। এসব মধুর অনেক চাহিদা দেশ ও দেশের বাইরে। বেশ ভাল দামে মধু বিক্রি করা যায়। আগে সরিষা চাষিরা মনে করতো যে এভাবে মধু সংগ্রহ করলে সরিষার ক্ষতি হয়। কিন্তু এখন তারা বুঝতে পেরেছে মধু সংগ্রহে সরিষার ফলন আরো ভালো হয়। আমি এবছর মোট ৮৭ টি মৌ বক্স নিয়ে এই স্থানে এসেছি। বর্তমানে মৌ চাষে প্রতি বক্স থেকে সপ্তাহে ১.৫-২ কেজি মধু সংগ্রহ করা যায়। তবে অগ্রহায়ণ ও পৌষ মাসে মধু সংগ্রহ বেশি হয়। ৮৭ টি বাক্সে সপ্তাহে ১৬০ থেকে ১৮০ কেজি মধু সংগ্রহ করা হয়, যার বাজারমূল্য ৪৮ থেকে ৫৩ হাজার টাকা। মৌ চাষে আমরা বেশিরভাগ মৌয়ালারা মহাজন হতে অগ্রিম টাকা নিয়ে কাজ করি। পাইকারি প্রতি কেজি মধুর দাম ধরা হয় ৩০০ থেকে ৩৫০ টাকা। আর খুচরা বাজারে আমরা মধু তেমন বিক্রি করি না। তবে খুচরা ৪০০ টাকা থেকে ৪৫০ টাকা বিক্রি করি।

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন শাকিল দৈনিক নয়া দিগন্ত কে জানান, উপজেলার ১২টি ইউনিয়নে এ বছর প্রায় ১৫ হাজার ২০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষকরা সামান্য কিছু স্থানীয় জাতসহ উন্নত জাতের সরিষা চাষ করেছে। সরিষা নভেম্বরের ১৫ তারিখ থেকে আবাদ শুরু করতে হয়। ফসল ঘরে উঠতে সময় লাগে জাত ভেদে ৮৫ থেকে ৯০ দিন।

তিনি আরো জানান, নাগরপুর উপজেলায় স্থানীয়ভাবে কোনো মৌ চাষ করা হয় না। যারা মৌ চাষ করছেন তারা সকলেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাষী। তাই এখানে মৌ চাষে উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এই পর্যন্ত নাগরপুর উপজেলায় ৪ হাজার ৮০ টি বক্স স্থাপন করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল