০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩০, ১৮ জমাদিউস সানি ১৪৪৫
`

টোলপ্লাজায় ৬ জন নিহতের ঘটনায় বাস মালিক ডাব্লিউ গ্রেফতার

ডাব্লিউ বেপারি - ছবি - নয়া দিগন্ত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়াপাড়া এলাকার টোল প্লাজায় বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল ও মাইক্রোবাসে নিহতের ঘটনায় ঘাতক বাসটির মালিক ডাব্লিউ বেপারিকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাদারীপুরের শিবচর থেকে তাকে গ্রেফতার করা হয়।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাসচালক নুরুন্নবীসহ দু’জনকে গ্রেফতার করে র‍্যাব ও হাইওয়ে পুলিশ।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর (শুক্রবার) ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় কুয়াকাটাগামী বেপারী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৫১৭০) থেমে থাকা প্রাইভেটকার, মোটরসাইকেল ও মাইক্রোবাসকে ধাক্কা দিলে ছয়জন নিহত হন। দুর্ঘটনার পর বাস আটক হলেও স্টাফরা পালিয়ে যায়।


আরো সংবাদ



premium cement