০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

সোনারগাঁওয়ে অ্যাম্বুলেন্স-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

প্রতীকি ছবি - ছবি - নয়া দিগন্ত

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা সেতু এলাকায় অ্যাম্বুলেন্স ও সিএনজিচালিত বেবি ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে একজন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ রোববার বিকেলে মহাসড়কের মেঘনা সেতুর প্রবেশ মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম আছিয়া খাতুন (৬০)। তার ঠিকানা জানা যায়নি। আহতদের মধ্যে একজনের নাম আলেয়া খাতুন (৬০)। তিনি পিরোজপুরের নাজিরপুরের রঘুনাথপুর গ্রামের মরহুম মান্নান মিয়ার স্ত্রী। বাকিদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট শুভ্র সরকার জানান, সিএনজিচালিত বেবি ট্যাক্সিটি সোনারগাঁওয়ের মোগড়াপাড়া থেকে গজারিয়া যাচ্ছিল। পথে মেঘনা টোল প্লাজার বিপরীত পথ দিয়ে মেঘনা সেতুতে ওঠার প্রবেশ মুখে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নারীর নিহত হন। এসময় বেবি ট্যাক্সিতে থাকা চালকসহ বাকি পাঁচজন আহত হন। অ্যাম্বুলেন্সটি (ঢাকা-মেট্রো-৭১-৪৪৩০) জব্দ করা হয়েছে। আহতদের স্থানীয়দের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো সংবাদ



premium cement