০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

বেলাবতে সড়ক দুর্ঘটনায় উপ-সহকারী প্রকৌশলী নিহত

- ছবি - সংগৃহীত

নরসিংদীর বেলাবতে সড়ক দুর্ঘটনায় উপজেলার উপ-সহকারী প্রকৌশলী ফয়সাল মোল্লা সুজন নিহত হয়েছেন।

আজ রোববার বেলা ২টার দিকে উপজেলার চান্দুরমোড়ে এ দুর্ঘটনা ঘটে।

উপ-সহকারী প্রকৌশলী ফয়সাল মোল্লা সুজন পাশের শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের ফারুক মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার বিবরণীতে জানাজায় অন্যদিনের মতো তিনি উপজেলার বটেশ্বর এলাকায় সাইট দেখে মোটরসাইকেল যোগে ফেরার পথে চান্দুরমোড় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা লরি (ইছার মাথা) মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

বেলাবো থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা হাসপাতলে এসেছি। মামলা প্রক্রিয়াধীন। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement