২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কিশোরগঞ্জে ২ নারীর রহস্যজনক মৃত্যু, গ্রেফতার ১

- ছবি : সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দু’নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) লাশ দু’টি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম ডাঙ্গাপাড়ার বিউটি বেগম (২৫) ও পুটিমারী ইউনিয়নের দক্ষিণ ভেড়ভেড়ী হালকাপাড়া থেকে রুনা আক্তার (২৫) নামের দু’টি লাশ উদ্ধার করে পুলিশ।

পারিবারিক সূত্র জানায়, গাড়াগ্রাম ইউনিয়নের খামার গাড়াগ্রামের বদরুল আলমের মেয়ে বিউটি বেগমের (২৫) সাথে ডাঙ্গাপাড়া গ্রামের সুরুজ মিয়ার বিয়ে হয়। তাদের পাঁচ বছরের এক কন্যা সন্তান রয়েছে। পারিবারিক অশান্তি ছিলো তাদের।

বিউটির শরীরে আঘাতের চিহ্ন দেখে পুলিশে খবর দেন পরিবারের লোকজন। আর নিহতের স্বামী সুরুজ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

অপরদিকে পুটিমারী ইউপির দক্ষিণ ভেড়ভেড়ী গ্রামের রুনা আক্তার (২৫) আত্মহত্যা করেছে বলে জানা গেছে।শুক্রবার রাত সাড়ে ৭টায় লাশ উদ্ধার করে আজ শনিবার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, খবর পেয়ে লাশ দু’টি উদ্ধার করা হয়। দুটো লাশই বিছানায় শোয়া অবস্থায় পাওয়া গেছে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম লাশ দু’টি উদ্ধারের বিষয় নিশ্চিত করে জানান, গাড়াগ্রামের ঘটনায় বিউটির স্বামীকে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement