ধলেশ্বরী টোলপ্লাজায় দাঁড়িয়ে থাকা ৩ গাড়িতে বাসের ধাক্কা, নিহত ৫
- মুন্সিগঞ্জ প্রতিনিধি
- ২৭ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৯, আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪, ১৮:২৩
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ ও ঢাকার কেরানীগঞ্জের সীমান্তবর্তী ধলেশ্বরী টোলপ্লাজায় দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসে বেপরোয়া গতির বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত পাঁচজন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘ধলেশ্বরী টোলপ্লাজায় মাওয়ামুখী লেনে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারকে পেছন দিক থেকে যাত্রীবাহী বেপারী বাস ধাক্কা দিলে প্রাইভেটকারটি তার সামনে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার ও মোটরসাইকেলে থাকা কয়েকজন গুরুতর আহত হয়। তাদেরকে টোলপ্লাজার লোকজনের ও টহল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।’
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে হতাহতদের হাসপাতালে পাঠাই। পরে জানতে পারি, নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা