২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু বক্কর সিদ্দিক (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের পুটি মারায় এ ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিক উপজেলার পুটিমারা গ্রামের আব্দুস সালামের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার পুটিমারা গ্রামের ফেরদৌসের একতলা বিল্ডিংয়ের রংয়ের কাজ করার জন্য দেয়াল ঝাড়ু দিচ্ছিলেন আবু বক্কর। এ সময় ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার গায়ে পড়লে ঘটনাস্থলেই আবু বক্করের মৃত্যু হয়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, নিহতের পরিবার এ ব্যাপারে কোনো মামলা করবে না।


আরো সংবাদ



premium cement