২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজীপুরের বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ

গাজীপুরের বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ - সংগৃহীত

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে সড়ক অবরোধ করায় ওই মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। ফলে উত্তরবঙ্গগামী ও ঢাকাগামী যানবাহনগুলো বিকল্প পথে চলছে।

শ্রমিকরা জানায়, দু’মাসের বকেয়া বেতনের দাবিতে তারা আন্দোলনে নেমেছে। কারখানা কর্তৃপক্ষ এর আগে কয়েকবার দিন-তারিখ নির্ধারণ করেও বেতন পরিশোধ না করে টালবাহানা করছে।

তারা বলছে, বেতন ভাতা পরিশোধ না করে গত ২৩ ডিসেম্বর হার্ডি অ্যাসোসিয়েট লিমিটেড কারখানাটি বন্ধ করে দেয়া হয়। এ কারণে তারা আন্দোলন নামতে বাধ্য হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। ওই কারখানার শ্রমিকদেরকে এক দিন আগেই বেতন ভাতা পরিশোধের আশ্বাস দিয়ে আন্দোলন থেকে সরানো হয়েছিল।

কারখানার মালিকপক্ষের অসহযোগিতার কারণেই দ্রুত শ্রমিকদের সড়ক থেকে সরানো যাচ্ছে না বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement