২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফরিদপুরে চিকিৎসককে মারধরের ঘটনায় বিচার দাবি

- ছবি - নয়া দিগন্ত

ফরিদপুর মেডিক্যাল কলেজ (ফমেক) হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহীন জোয়ার্দারের ওপর হামলার ঘটনায় বিচার দাবি করা হয়েছে। অন্যদিকে এ ঘটনায় অভিযুক্তের মা ও তার এক বোনকে হাসপাতালের নার্সের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফমেক হাসপাতালের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে হামলাকারীদের বিচার দাবি করা হয়।

ফমেক অধ্যক্ষ ডা. দিলরুবা জেবার সভাপতিত্বে আয়োজিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন, হাসপাতালের পরিচালক ডা. হুমায়ুন কবির, ড্যাবের সভাপতি ডা. মুস্তাফিজুর রহমান শামীম, বিএমএ সভাপতি ডা. জাহাঙ্গীর চৌধুরী টিটো প্রমুখ।

পরে বিক্ষোভ-মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন তারা।

এ সময় বক্তারা বলেন, মঙ্গলবার দুপুরে হাসপাতালের ট্রমা সেন্টারে বেসরকারি নার্সিং ইন্সটিটিউটের এক শিক্ষার্থীর গায়ে ধাক্কা লাগলে সেখানে শাহীন জোয়ার্দারের সাথে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে মুত্তাকিন তার সহযোগীদের নিয়ে ডা. শাহীন জোয়ার্দারের ওপর হামলা করে আহত করে।

এ ঘটনায় রাতে কোতয়ালী থানায় একটি মামলা করা হয়। এ মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনো মূল আসামি গ্রেফতার হয়নি বলে ক্ষোভ জানান মানববন্ধনে অংশ নেয়া চিকিৎসকেরা।

তবে মুত্তাকিনের পরিবার সূত্রে জানা গেছে, ডা. শাহীন জোয়ার্দারের সাথে ধাক্কা লাগার পর মুত্তাকিনকে কিলঘুষি মেরে আহত করে। এরপর পাল্টা হামলা চালিয়ে ডা. শাহীনকে আহত করে তারা।

এদিকে এ ঘটনার পর ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সিটিআর স্টাফ নার্স হিসেবে কর্মরত মুত্তাকিনের মা জোবায়দা গুলশান আরা ও চাচাতো বোন কারিমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

 

 

 


আরো সংবাদ



premium cement
সচিবালয়ে আগুন : ক্ষয়ক্ষতি নিরূপণে ৩ মন্ত্রণালয়ের কমিটি নিহত ফায়ার ফাইটার নয়নের পরিবারে শোকের মাতম এক কার্গো এলএনজি ও এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক বলরাম পোদ্দার কারাগারে ছুরিকাঘাতে গাজীপুর মহানগর জামায়াত সেক্রেটারি আহত কুলাউড়ায় নিষিদ্ধ পলিথিন রাখায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময় বাড়ল দেশে পৌঁছেই যা বললেন মিজানুর রহমান আজহারী অবৈধ বিদেশীদের বৈধতা অর্জনের সময় বেঁধে দিলো সরকার ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না : এলজিআরডি উপদেষ্টা ফেসবুকে ১২ দিনের পরিচয়ে প্রেম, গণধর্ষণের শিকার কিশোরী

সকল