২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাভার ল্যাবরেটরি কলেজ চ্যাম্পিয়ন

বিজয়ী খেলোয়াড়দের সাথে সাভার ল্যাবরেটরি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। - সংগৃহীত

ঢাকা শিক্ষা বোর্ড আয়োজিত আন্ত:জেলা কলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে সাভার ল্যাবরেটরি কলেজ। এর আগেও কলেজটি এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে।

ঢাকার রেসিডেনসিয়াল কলেজ মাঠে গত ১৫ ডিসেম্বর থেকে প্রতিযোগিতাটি শুরু হয়। এতে অংশ নেয় ঢাকা জেলার ১৬টি কলেজ। প্রতিযোগিতার উদ্বোধন করেন রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর জাবের হোসেন। গত কয়েক বছর ধারাবাহিক সাফল্য দেখিয়ে এবার ক্রিকেটেও রানার আপ হয়েছে সাভার ল্যাবরেটরি কলেজ। এ ছাড়া অ্যাথলেটিকে ছেলে ও মেয়েদের বিভিন্ন ইভেন্টে ৭টি পদক পেয়েছে তারা।

পুরস্কার বিতরণ পর্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের ডেপুটি সেক্রেটারি মিজানুর রহমান।

উপস্থিত ছিলেন সাভার ল্যাবরেটরি কলেজের সহকারী অধ্যাপক ও ক্রীড়া কমিটির আহ্বায়ক আশরাফুল আলম ও সদস্য একই কলেজের প্রভাষক জাহিদুল ইসলাম, ঢাকা স্টেট কলেজের ক্রীড়া শিক্ষক শহিদুল ইসলাম, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ক্রীড়া বিভাগের সহকারী অধ্যাপক ফারুক হোসেনসহ অন্যরা।

ল্যারেটরি কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সালেহ উদ্দিন, কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আয়োজক ও কলেজের সবাইকে ধারাবাহিক সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন।

আগামি জানুয়ারির প্রথম সপ্তাহে নারায়ণগঞ্জে সরকারি তোলারাম কলেজের সহযোগীতায় অনুষ্ঠিতব্য ঢাকা জোন পর্যায়ের খেলায় ফুটবল ও অ্যাথলেটিকস ৮০০ মিটার দৌঁড়ে ঢাকা জেলার পক্ষে প্রতিনিধিত্ব করবে সাভার ল্যাবরেটরি কলেজ । বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement