২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

খেজুরের রস খেতে গিয়ে জয় বাংলা স্লোগান, স্থানীয়দের হাতে আটক ১৫

- ছবি - নয়া দিগন্ত

নেত্রকোনা থেকে পাকুন্দিয়ায় খেজুরের রস খেতে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয়দের হাতে ১৫ জন আটক হয়েছেন। পরে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

আজ বুধবার ভোরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌরসদরের শ্রীরামদী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রেফতার সবাই নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বাসিন্দা।

জানা যায়, পাকুন্দিয়া উপজেলায় বিভিন্ন এলাকা থেকে খেজুরের রস খেতে যায় লোকজন। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার শ্রীরামদী এলাকায় ১৫ জন যুবক খেজুরের রস খেতে যান। এসময় তারা জয় বাংলা স্লোগান দিতে থাকলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

আটকরা হলেন আরমান মিয়া, মো: আবু সাঈদ, মো: রাজন, ইয়াসিন, আবু সুফিয়ান শাওন, আরফিন শুভ, মোজাহিদ ইসলাম জিহাদ, মো: মাহফুজ আলম, আশিকুর রহমান একান্ত, সারোয়ার জাহান সিয়াম, রিফাত, ইকবাল হোসেন শুভ, রাহাতুল ইসলাম, অমিত, জয় বর্মন,

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাখাওয়াৎ হোসেন বলেন, ‘নেত্রকোনা থেকে এসে জয় বাংলা স্লোগান দেয়ার সময় এলাকাবাসীর হাতে ১৫ জন যুবক আটক হলে পুলিশ তাদের নিরাপত্তার কথা চিন্তা করে গ্রেফতার করে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ



premium cement