মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে আটক করে পুলিশে দিলো ছাত্ররা
- মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:২৬
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিউল্লাহ শফিককে আটক করে পুলিশে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
তিনি গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা বলে জানা গেছে।
শফিউল্লাহ শফিককের স্ত্রী উম্মে হালিমা বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কিছু লোকজন আমাদের বাসা ঘিরে ফেলে। নানা নাটকীয়তার পর রাত আড়াইটার দিকে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। তাকে কী কারণে গ্রেফতার করা হলো তা আমি জানি না। তিনি শারীরিকভাবে অসুস্থ। গত এক বছর ধরে স্ট্রোক করে রীতিমতো শয্যাশায়ী।’
গজারিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম বলেন, ‘রাত ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাকে আটক করে। পরবর্তীতে রাত আড়াইটার দিকে তাকে আমাদের হাতে তুলে দেয়া হয়। আমরা তাকে আটক করে গজারিয়া থানায় নিয়ে আসি। সকালে তাকে মুন্সীগঞ্জ সদর থানায় পাঠিয়ে দেয়া হয়েছে।’
মুন্সীগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব দে বলেন, ‘তাকে আমাদের থানায় বুঝিয়ে দেয়া হয়েছে। তাকে কোন মামলা আটক করা হলো তা পরে জানাতে পারব।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা