বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : রাজবাড়ীতে যুবলীগ নেতা গ্রেফতার
- রাজবাড়ী প্রতিনিধি
- ২৪ ডিসেম্বর ২০২৪, ১৬:১০
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় যুবলীগ নেতা ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৯টায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেপারী পাড়া গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি ওই মামলার এজাহার নামীয় ২৬ নম্বর আসামি।
গ্রেফতার মো: আব্দুর রহমান মন্ডল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বেপারীপাড়া গ্রামের মরহুম ফজের আলী মন্ডলের ছেলে।
তিনি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এছাড়াও তিনি গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়ালন্দ উপজেলা যুবলীগের সহ-সভাপতি।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলকে গ্রেফতার করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা