২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিনা শর্তে দাবি মেনে নেয়ার আশ্বাসে সাড়ে ৩ ঘণ্টা পর সড়ক ছাড়ল শ্রমিকরা

- ছবি - নয়া দিগন্ত

গাজীপুরে বন্ধ করে দেয়া দু’টি পোশাক কারখানা খুলে দেয়ার দাবিতে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় সাড়ে তিনঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে। পরে মালিক পক্ষ দাবি মেনে নিলে অবরোধ তুলে নেয় শ্রমিকদের।

সোমবার (২৩ ডিসেম্বর) মহানগরীর কোনাবাড়িতে স্থানীয় এম এম নীটওয়্যার লিমিটেড ও মামুন নীটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ ও অবরোধ করে।

আন্দোলনরত শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর শ্রমিক বিক্ষোভ চলাকালে শিল্পপুলিশের এক সদস্য আহত হওয়ার ঘটনায় শিল্পপুলিশ বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ এবং অজ্ঞাত আরো ৫০ থেকে ৬০ জন শ্রমিককে আসামি করে মামলা করে। ওই মামলা প্রত্যাহারের দাবিতে ১৭ ডিসেম্বর শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়। এর জেরে নিরাপত্তার স্বার্থে গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩ (১) ধারা মোতাবেক মহানগরীর কোনাবাড়ী এলাকার এম এম নীটওয়্যার ও মামুন নীটওয়্যার লিমিটেড কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শ্রমিকদের মাঝে অন্তোষ ছড়িয়ে পড়ে।

রোববার সকালে শ্রমিকরা কারখানা খুলে দেয়ার দাবিতে কারখানার প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে বিকেলে শ্রমিকদের সাথে কারখানা কর্তৃপক্ষ আলোচনায় বসার শর্তে বিক্ষোভ প্রত্যাহার করে নেয় শ্রমিকরা। এ সময় কারখানা কর্তৃপক্ষ তাদেরকে শর্ত সাপেক্ষে কারখানায় কাজে যোগদানের কথা জানায়। কিন্তু শ্রমিকরা তা মেনে নেয়নি। পরদিন সোমবার সকালে ওই দু’টি কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বন্ধ করে দেয়া ওই দু’টি পোশাক কারখানা বিনা শর্তে খুলে দেয়ার এবং শ্রমিকদের নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ শুরু করে।

একপর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে তারা পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে উভয় পাশে দীর্ঘ যানজট লেগে যায়। খবর পেয়ে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে। কিন্তু শ্রমিকরা তাদের দাবীতে অনঢ় থেকে আন্দোলন অব্যাহত রাখে। একপর্যায়ে বিনা শর্তে আন্দোলনরত শ্রমিকদের দাবি মেনে নিয়ে কারখানা দু’টি খুলে দেয়ার ঘোষণা দেয় মালিকপক্ষ।

জিএমপির কোনাবাড়ি থানার ওসি জানান, কারখানা দু’টির মালিকপক্ষ বিনা শর্তে আন্দোলনরত শ্রমিকদের দাবি মেনে নিয়ে কারখানাগুলো খুলে দেয়ার ঘোষণা দিলে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর শ্রমিকরা মহাসড়কের অবরোধ তুলে নিয়েছে। পরে সড়কের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।


আরো সংবাদ



premium cement
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত রাজনীতিকে দু’ভাগ করা হয়েছে : জি এম কাদের ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান কুর্মিটোলা হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে মৃত বেড়ে ৯৪ হাসিনাকে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব : সাকি আ’লীগ নেতাদের নিয়ে ’জাগোনারীর’ সমাবেশ, আমন্ত্রণে নেই বিএনপি-জামায়াত জাহাজে ৭ খুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের বিদায়ী সাক্ষাৎ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা

সকল