২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সখীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রতীকি ছবি - ছবি - নয়া দিগন্ত

টাঙ্গাইলের সখীপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দু’মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টা থেকে ১০টা নাগাদ এসব দুর্ঘটনা ঘটে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ‘সকাল ৭টায় সখীপুরের বেড়বাড়িতে ট্রাকচাপায় মামুন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। কর্মক্ষেত্র ভালুকা থেকে রাতে ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন তিনি।

সকাল ৯টায় সখীপুর থানার সামনে ট্রাকচাপায় জয়েন উদ্দিন (৭০) নামে আরেক ব্যক্তি নিহত হন। তিনি মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের বাসিন্দা।

সকাল ১০টার দিকে উপজেলার জোড়দিঘী এলাকায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় আবু বকর (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হন। তিনি সখীপুরের কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে। পরে আইনী প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

 


আরো সংবাদ



premium cement