সাভারে প্রশাসনের আশ্বাসে সাড়ে ৩ ঘণ্টা পর যান-চলাচল স্বাভাবিক
- আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)
- ২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৪
সাভারে বাসের ধাক্কায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার নিহতের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের শিমুলতলা এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। অবরোধের কারণে মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট।
অবশেষে সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বকর সরকার, সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়াসহ প্রশাসনের আশ্বাসে মহাসড়কের অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীদের প্রতিনিধির সাথে আগামী এক সপ্তাহ রোববার পর্যন্ত ঠিকানা পরিবহন মহাসড়কে চলাচল বন্ধ থাকবে এবং রোববার বসে যথাযথ সিন্ধান্ত গ্রহণ করার আশ্বাস দেয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যানচলাচল স্বাভাবিক নিয়মে চলছে।
প্রত্যয় কুমার সরকার মেহেরপুর জেলার গাংনি থানার জনাতন সরকারের ছেলে।
সাভার উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সরকার জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
সিআরপির নার্সিং কলেজের প্রভাষক সজিব মিয়া জানান, আগামী রোববারে মধ্যে শিক্ষার্থীদের প্রতিনিধি, ঠিকানা পরিবহনের মালিক পক্ষ, প্রশাসন এবং সওজের প্রতিনিধি বসে আমরা একটি মিমাংসার জন্য বসবো।
তিনি আরো জানান, আগামী রোববার মিমাংসার আগ পর্যন্ত ঠিকানা পরিবহনের কোনো বাস মহাসড়কে চলাচল করতে পারবে না।
উল্লেখ্য, গত শনিবার সকালে কয়েক বন্ধুসহ সাভারের নামাবাজার থেকে খেঁজুরের রস খেয়ে সিআরপিতে আসার সময় মহাসড়কে বাসের ধাক্কায় প্রত্যয় কুমার সরকার গুরুতর আহত হন। পরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা