২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দোহারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

- ছবি : নয়া দিগন্ত

ঢাকার দোহার উপজেলায় জুবায়ের (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উত্তর জয়পাাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জুবায়ের ওই এলাকার জুলহাস উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, জুবায়ের দুপুরের দিকে বাড়ির উঠানে খেলছিল। শিশুটিকে না দেখে প্রথমে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করে তার পরিবার। এ সময় একপর্যায়ে তাকে বাড়ির সামনে পুকুরে খুঁজে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রবিউল ইসলাম জানায়, ‘শিশুটিকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’


আরো সংবাদ



premium cement