ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত
- মুন্সিগঞ্জ প্রতিনিধি
- ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০০
ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামড়া ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় পিকআপ ভ্যান ও প্রাইভেট কারের সংঘর্ষে অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। এ ঘটনা গুরুতর আহত হয়েছে আরো বেশ কয়েকজন।
সোমবার (২৩ ডিসেম্বর ) ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের ব্রীজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম করে।
বিষয়টি নিশ্চিত করেন হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ঘন কুয়াশার কারণে, প্রথমে নিয়ন্ত্রণ হারায় প্রাইভেটকারটি। পরে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে পর পর দুটি পিকআপ ভ্যানের সাথে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই নারী। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা