শ্রীপুরে বোতাম তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৮
গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে একজন নিহত এবং অপর তিনজন আহত হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম অ্যান্ড ইউ ট্রিমস্ নামের কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর বিকেলে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করে।
কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, রোববার দুপুর দেড়টার দিকে কারখানার কেমিক্যাল গুদামে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এসময় কয়েকটি বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তেই ভয়াবহ আকার ধারণ করে। কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। স্থানীয়রা ও কারখানার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশন থেকে তিনটি, রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ও শ্রীপুর স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা ড্যাম্পিংয়ের কাজ করছে।
তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করেছে। আগুনে পুড়ে তার লাশ অঙ্গার হয়ে গেছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ ছাড়াও অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
কারখানা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছেন, অগ্নিকাণ্ডের ফলে কেমিক্যাল ড্রামগুলো বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা