২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ডিজি-মার্ক সল্যুশন এবং জেটকেটেকোর ‘রোড টু এআই’ এবং পার্টনার মিট ২০২৪’ অনুষ্ঠিত

- ছবি : নয়া দিগন্ত

‘ডিজি-মার্ক সল্যুশন এবং জেটকেটেকো ‘রোড টু এআই’ এবং পার্টনার মিট ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। ডিজি-মার্ক সল্যুশন এবং জেটকেটেকোর যৌথ উদ্যোগে পুরানা পল্টনের ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেটকেটেকোর সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর অ্যাক্সেস কন্ট্রোল ও টাইম অ্যাটেনডেন্স সল্যুশন প্রদর্শন করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নিরাপত্তা ব্যবস্থার আধুনিক সকল ফিচারসহ অত্যাধুনিক পণ্যে বাংলাদেশে ডিজি-মার্ক সল্যুশন একমাত্র পরিবেশক হিসেবে নিজেদের উপস্থাপন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিজিমার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শাহারিয়ার আলম, ডিজি-মার্কের পরিচালক ওমর ফারুক রব, জেটকেটেকো বাংলাদেশ ম্যানেজার ডুরেন্ট প্যান ও ডিজিমার্কের মহাব্যবস্থাপক শেখ মনজুর হোসেন ও অন্যান্য কর্মকর্তা ও ডিলাররা।

অনুষ্ঠানে ডিজি-মার্ক সল্যুশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহারিয়ার আলম বলেন, ‘বাংলাদেশের প্রযুক্তি খাতে যুগান্তকারী পরিবর্তন আনতে জেডকেটেকোর সাথে কাজ করতে পেরে আমরা গর্বিত। এই পণ্যের মাধ্যমে বাংলাদেশে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ড নিরাপত্তা বাবস্থার উম্মচন হলো। এই অংশীদারিত্ব আমাদের গ্রাহকদের জন্য আরো আধুনিক, উদ্ভাবনী এবং কার্যকর সমাধান সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডিজি-মার্কের পরিচালক ওমর ফারুক রব ২০২৫ সালকে সামনে রেখে কিভাবে আরো ভালো সার্ভিস ও সাপোর্ট দেয়া যায়, তা নিয়ে উন্মুক্ত প্রশ্নোত্তরের আয়োজন করেন।


আরো সংবাদ



premium cement