গাজীপুরে বোতাম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ ডিসেম্বর ২০২৪, ১৬:২৮, আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:৪০
গাজীপুরের শ্রীপুরে একটি বোতাম তৈরির কারখানায় আগুন লেগেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ রোববার দুপুর ২টার দিকে জেলার শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় ফেনাসেমিকন বোতাম কারখানায় এই ঘটনা ঘটে।
এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
স্থানীয়রা জানান, ওই কারখানায় কেমিক্যাল থাকায় কিছুক্ষণ পর পর ব্যাপক শব্দে কেমিক্যাল ড্রামের বিস্ফোরণ হচ্ছে। আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে আমাদের সাতটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।
এছাড়া ওই কারখানার আশপাশে পানির উৎস কম থাকায় আগুন নেভাতে দেরি হচ্ছে বলে জানান মাহমুদুল হাসান।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা