২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সোনারগাঁওয়ে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, ছেলে গ্রেফতার

- ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে শফিকুল ইসলাম (৪৫) নামে এক বাবা নিহত হয়েছেন।

রোববার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ নিহত শফিকুল ইসলামের ছেলে রিফাতকে (১৮) গ্রেফতার করেছে বলে জানা গেছে।

জানা গেছে, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো: রিফাত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে তাদের সংসারে বিভিন্ন সময়ে ঝগড়া বিবাদ লেগে থাকত। রোববার বেলা সাড়ে ১১টার দিকে বাবার কাছে ছেলে রিফাত মাদক সেবনের জন্য দু’হাজার টাকা দাবি করেন। ওই টাকা নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে বাবা ছেলেকে থাপ্পড় দেন। পরে উত্তেজিত হয়ে ঘর থেকে ছুরি এনে তার বাবাকে ছুরিকাঘাত করে। এ সময় ঘটনাস্থলে তিনি যান। ঘটনার পর ছেলে পালিয়ে যায়। পরে রোববার সন্ধ্যায় রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

নিহতের ভাতিজা ইয়ামিন সুজন জানান, ‘স্থানীয় ওঠতি বয়সের কয়েকজন ছেলের সাথে রিফাতও মাদকের সাথে জড়িয়ে পড়েন। মাদকের টাকা না পেয়ে রিফাত তার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ‘ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’


আরো সংবাদ



premium cement
তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী চুরিতে মৃত্যুকে যাচাই-বাছাই ছাড়াই সাম্প্রদায়িক সহিংসতা বলে প্রচার পিটিআইয়ের অনুসন্ধান শুরু দুদকের রাস্তা অবরোধে দুর্ভোগে রোগীরা রাজধানীতে পুলিশে শৃঙ্খলা ফেরেনি, বেপরোয়া দুর্বৃত্তরা শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত ৩ মাসের মধ্যে শেষ হবে সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা ভোট দিতে চায় : ফখরুল সরকারের ছত্রছায়ায় রাজনৈতিক দল চায় না বিএনপি আরাকান আর্মির সাথে সরকার আলোচনা করতে পারে না : পররাষ্ট্র উপদেষ্টা সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ধর্মীয় নেতৃবৃন্দের সভায় ডা: শফিক পাঠ্যপুস্তক নিয়ে ষড়যন্ত্র ফাঁস

সকল