২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এক্সপ্রেসওয়েতে একাধিক যানবাহনের সংঘর্ষ, নিহত ১

এক্সপ্রেসওয়েতে একাধিক যানবাহনের সংঘর্ষ, নিহত ১ - নয়া দিগন্ত

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেশ কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) ভোর ৬টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত এক্সপ্রেসওয়ের শ্রীনগরের চালতিপাড়া, হাসাড়াসহ কয়েকটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

নিহত মো: ফরহাদ হোসেন (৪০) ফরিদপুরের ভাঙা এলাকার বাসিন্দা। তিনি একটি বাসের চালক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়েতে একাধিক সড়ক দুর্ঘটনায় প্রায় সাতটি বাস, ট্রাক ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় এক্সপ্রেসওয়েতে প্রায় দু’ঘণ্টা যানবাহন চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ ক্ষতিগ্রস্ত চারটি যানবাহনকে সড়ক থেকে সরিয়ে নেয়। এরপর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, ঘন কুয়াশার কারণে পথ পরিষ্কার দেখতে না পাওয়ায় দুর্ঘটনাগুলো ঘটেছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে হাসাড়া হাইওয়ে পুলিশ ফাড়ি ইনচার্জ মো: আব্দুল কাদের জিলানী বলেন, ঘন কুয়াশার কারণে রোববার ভোর ৬টার দিকে একসাথে পরপর সাতটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মারজিয়া মাহবুব গণমাধ্যমকে জানান, এক্সরে করে ফরহাদ হোসেনকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়। তবে এক্সে করার আগেই ফরহাদের মৃত্যু হয়। লাশ বর্তমানে হাসপাতালে আছে।


আরো সংবাদ



premium cement
খুলনায় হত্যাসহ ৪ মামলায় সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর কারো লুটপাটের দায়ভার আমি নেব না : মেজর হাফিজ ‘যারা চাঁদাবাজি ও দখলবাজি করছে দেশের মানুষ তাদেরকেও বর্জন করবে’ দ্বিতীয় কোয়ালিফায়ার দিয়ে এনসিএলের ফাইনালে ঢাকা মেট্রো দেবিদ্বারে গোমতী নদীর বেড়িবাঁধ রক্ষার দাবি স্থানীয়দের ‘পোল্যান্ড গেলে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে’ জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ : সিলেটে জামায়াত আমির নিরাপত্তা নিশ্চিতে যা প্রয়োজন তুরস্ক করবে : পররাষ্ট্রমন্ত্রী ফিদান উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক গাজীপুরে বোতাম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট গাজায় যুদ্ধুবিরতি চুক্তি সন্নিকটে : হামাস

সকল